বছরে চার লাখ ১৪ হাজার টাকা অ্যাপার্টমেন্ট ভাড়া পান কামরুল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বিভিন্ন খাত থেকে আয় ব্যয়ের হিসাব দেখিয়েছেন তার নির্বাচনী হলফনামায়। এর আগেও তিনি সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন।
হলফনামায় দেখানো হয়েছে, কামরুল ইসলাম তার অ্যাপার্টমেন্ট থেকে বাৎসরিক ভাড়া পান চার লাখ ১৪ হাজার টাকা। এছাড়া তার পেশা থেকে বাৎসরিক আয় করেন ৯৫ লাখ ২ হাজার ৬৬৭ টাকা। সেখানে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা খাত হিসেবে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে সম্মানী পান ২৩ লাখ ৯৯ হাজার টাকা, মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান ২ লাখ ৬৭ হাজার টাকা, টক শো করে পান ৫০ হাজার টাকা এবং ব্যাংক সুদ পান ৫ লাখ ২৩ হাজার ৪৯ টাকা।
মনোনয়নপত্রের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা তার হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, তার নামে কোন ফৌজদারি মামলা নেই। তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা আছে ৩ লাখ ৭৬ হাজার ৮৮১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৭৫৬ টাকা, সঞ্চয়পত্র বা স্থানীয় আমানত আছে ৩৫ লাখ ১৩ হাজার ৬৫৪ টাকা, গাড়ি আছে টয়োটা ল্যান্ড কুসার যার মূল্য ৭৩ লাখ ৯০ হাজার ৮৩১ টাকা, একই ব্র্যান্ডের আরেকটি গাড়ি আছে যার মূল্য ৭৪ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকা, স্বর্ণ আছে ১০ ভরি যার মূল্য ১০ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র, ইলেক্টট্রনিক জিনিসসহ অন্যান্য মিলিয়ে রয়েছে আরও প্রায় ৫ লাখ টাকা মূল্যের জিনিস।
অন্যদিকে কামরুল ইসলামের স্থাবর সম্পদ হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে, মিরপুর হাউজিং স্টেটে তার ৪ কাঠা জমি আছে ৩ লাখ ৬১ হাজার ৬০০ টাকা। পাশাপাশি পূর্বাচল নিউ টাউনে তার ১০ কাঠা জমি আছে যার মূল্য ৩৯ লাখ ৪৮ হাজার ৪১৫ টাকা।
এছাড়া আজগর লেনে তার ৪ তলা পৈত্রিক বাড়ি আছে যার মূল্য ১২ লাখ ৬৫ হাজার ৮৯১ টাকা। পাশাপাশি ১.৭ কাঠা জমিতে মিরপুর আবাসিকে তার ২টি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৭০৭ টাকা।
এএসএস/এম