প্রার্থিতা ফিরে পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাবুদ্দিন

মানিকগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহম্মেদ চঞ্চল। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছিল তার প্রার্থিতা। আজ আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ওয়ান পার্সেন্টেজ ভোটার সমস্যা নিয়ে শুনানি হয়। সেখানে তিনি নতুন করে হলফনামা উত্থাপন করেন। ৫ ভোটারকে নিয়েই তিনি শুনানিতে অংশ নেন। পরে শুনানিতে ফিরে পান নিজের প্রার্থিতা।
মানিকগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অষ্টম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাবা শামসুদ্দিন আহমেদ। সেই সুযোগ ও ভোটারদের সমর্থনের আশায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক (গণযোগাযোগ) দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।
তিনি বলেন, আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। জনগণের জন্য তিনি কাজ করে গেছেন। তখন থেকে আমাদের বিরাট সমর্থক জনগোষ্ঠী রয়েছে যারা আমার বাবার অবর্তমানে আমাকে চাইছেন।
আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে পাইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণ আমাকে চায়। আমি জনগণের সেই ভালবাসার প্রতিদান দিতে চাই। আজ আপিলে প্রাথমিক বিজয় হয়েছে। প্রাথমিক বাচাই-বাছাই বাতিল হওয়া প্রার্থিতা আমি আপিল শুনানিতে আজ ফিরে পেয়েছি। আমি মনে করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।
জেইউ/এমএ