শেখ হাসিনা যাকেই নৌকা দিয়েছেন তাকেই বিজয়ী করতে মাঠে থাকবে আ. লীগ

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিয়েছেন তাকেই বিজয়ী করার জন্য সর্বশক্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীর স্টেশন রোডস্থ পর্যটন হোটেল সৈকত মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলকভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে ভোটারদের ভোট কেন্দ্রে আনার উদ্যোগ গ্রহণের জন্যও নগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন আ জ ম নাছির।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দিন চৌধুরী জনগণের সঙ্গে দলের সেতুবন্ধ তৈরি করেছেন বলে মন্তব্য করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মতভিন্নতা থাকা সত্ত্বেও মহিউদ্দিন ভাই কখনো দলের সিদ্ধান্ত ও নির্দেশনার বাইরে যাননি। আমরা দু’জন মিলেমিশে একসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মজবুত ভিত্তি তৈরি করতে পেরেছি।
আ জ ম নাছির উদ্দিন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগণের সঙ্গে দলের সেতুবন্ধ তৈরি করেছেন। তিনি জনগণের চাওয়া-পাওয়া ও মুখের ভাষা বুঝতেন, ফলে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে চট্টলবাসীর আশা-আকাঙ্ক্ষার মঞ্চে পরিণত করতে পেরেছেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অঙ্গুলি হেলনে ও গর্জনে বীর বাঙালি যেভাবে জেগে উঠেছিল এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপ দিয়েছিল, তেমনি চট্টগ্রামের মাটি ও মানুষের অধিকার রক্ষায় এবং অন্যায়ের বিরুদ্ধে জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আহ্বানে চট্টগ্রাম বার বার জেগে উঠেছে। মহিউদ্দিন চৌধুরীর কাছে চট্টগ্রামবাসী চিরঋণী। এই ত্যাগী জননেতার জন্য সমগ্র চট্টগ্রামবাসী গর্বিত।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন প্রমুখ।
এমএসএ
