ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ নেই জাপা প্রার্থীর

কুমিল্লা-৯ আসনে (লাকসাম-মনোহরগঞ্জ) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী মাঠের যে পরিবেশ তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই পরিবেশ যদি আগামীতেও অব্যাহত থাকে তাহলে আমরা বিজয়ী হব।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসামের চিতোষি রোডে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
গোলাম মোস্তফা বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দর হয় এবং কোনো ভয়ভীতি না থাকে তাহলে জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল মার্কায় নীরব বিপ্লব হবে। আমাদের পার্টির মহাসচিবসহ সবাই বলেছেন, যদি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলেই আমরা সেখানে অংশগ্রহণ করব। যদি সুষ্ঠু না হয় তাহলে জি এম কাদের আমাদের জানাবেন যে শেষ পর্যন্ত আমরা থাকব কি না।
এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাচ্ছি।
আপনার এলাকায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছেন তার বিপক্ষে বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তো কথাই বলতে পারেন না। আজ আমার এলাকায় গিয়ে বলে এসেছেন, যারা সরকারের সুবিধা গ্রহণ করেছে তারা যদি মিটিংয়ে না যায় তাহলে এ সব সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এটা কি কোন কথা হলো? সরকারকে আমরা ভ্যাট ট্যাক্সের টাকা দিই। তিনি ক্ষমতাসীন বলে তার কথা কেন শুনতে হবে? একজন প্রার্থী কি এমন কথা বলতে পারেন?
সরকারের সঙ্গে মিলেমিশে নির্বাচন করার পরও কেন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোথায় মিলেমিশে নির্বাচন হচ্ছে? আমরা যদি মিলেমিশে নির্বাচন করতাম তাহলে আমাদের আসনগুলোতে কি তারা প্রার্থী দিত? জি এম কাদেরের সঙ্গেও তাদের আট দশজন প্রার্থী দিয়েছেন। তাহলে কোথায় মিলেমিশে সমঝোতার নির্বাচন হচ্ছে? তবে সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
প্রসঙ্গত, কুমিল্লা-৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয়জন দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা কামাল, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মনিরুল আনোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী মো. জমির উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন।
আরএইচটি/এসকেডি