পাতানো নির্বাচন বর্জনের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের

পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশের জেলায় জেলায় একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংযোগ ও নির্বাচন বিরোধী মিছিল বের করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের নির্বাচন নামের খেলার কারণে দেশ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে মানুষ ভয়াবহ কষ্টে নিপতিত হবে। দুঃখ কষ্টে মানুষ দিন কাটাচ্ছে। নিত্য-পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পরছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কোন কার্যকরী উদ্যোগ নেয়নি সরকার। সরকার আছে কীভাবে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, সে চিন্তায়। এভাবে একটি দেশ ও নির্বাচন হতে পারে না। বিরোধী দলবিহীন নির্বাচন দিয়েও সরকারের এমপি মন্ত্রী প্রার্থীরা জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার ভয়ভীতি দেখাচ্ছে। সরকার দলীয় প্রার্থীদের হুমকি-ধমকি মানুষ শঙ্কিত।
ওএফএ/এসকেডি