বস্তির শিশুদের নতুন বই-স্কুল ড্রেস উপহার দিল জামায়াত

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর কদমতলীতে বস্তিতে বসবাসকারী শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই ও স্কুল ড্রেস উপহার হিসেবে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের বই ও স্কুল ড্রেস উপহার দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ড. শফিকুল ইসলাম মাসুদ।
ড. মাসুদ বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে সফল ও যোগ্য করতে প্রথমে বিবেকের দরজাটা খুলে সবকিছুকে বুঝতে হবে। আলোকবর্তিকা হয়ে জাতির খেদমত করতে হবে।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ভয়ানক ষড়যন্ত্র চলছে। শিক্ষা কারিকুলামের নামে আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপরে একের পর এক অবাঞ্চিত বিষয়গুলো চাপিয়ে দিচ্ছে। মূলত আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা শিক্ষার্থীদের টার্গেট করে দেশ ধ্বংসের এজেন্ডা বাস্তবায়ন করছে। এ থেকে পরিত্রাণের জন্য দেশপ্রেমিক জনগণকে সচেতন হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শাহীন আহমদ খান, জামায়াত নেতা নোমান শিকদার, মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেইউ/কেএ