মুক্তি পেলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা

কারামুক্ত হয়েছেন ১২ দলীয় জোটের আহ্বায়ক সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত রোববার হাইকোর্ট থেকে জামিন পান তিনি। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে বিলম্বে পৌঁছানোর কারণে চারদিন পর মুক্তি পান তিনি।
আরও পড়ুন
এহসানুল হুদা অভিযোগ করেন, আজকেও দীর্ঘ ছয় ঘণ্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে।
গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এএইচআর/এমজে