সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি নেতা ফারুক

করোনা ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং তার স্ত্রী কানিজ ফাতেমা। টিকা নেওয়ার পর হালকা মাথাব্যথা থাকলেও তেমন কোনও শারীরিক সমস্যা এখনও দেখা দেয়নি।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই দম্পতি টিকা নেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারা।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ঢাকা পোস্টকে বলেন, হাসপাতাল সম্পর্কে যে ধরনের কথা শোনা যায় সেই রকম কিছুই আমি দেখিনি। খুব সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকা দিচ্ছেন নার্সরা। টিকা নিয়েছি ৩ ঘণ্টা হয়েছে। তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমাদের তো ডায়াবেটিস ছিল। সেটি নিয়ন্ত্রণ করছি। তারপরও হালকা মাথাব্যথা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি দেশবাসীকে বলব টিকা নেওয়ার পর অন্তত ২১ দিন যেন সচেতনভাবে চলাফেরা করে। স্বাস্থ্যবিধি মেনে চলে।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা টিকার দ্বিতীয় ডোজ নেন।
এএইচআর/জেডএস