জিন্দাপার্কে সাবেক ছাত্রলীগ নেতাদের মিলন মেলা

মিছিলের সামনে থেকে গলা ছেড়ে স্লোগান দেওয়া, রাত জেগে ব্যানার-ফেস্টুন লিখে বলিষ্ঠ কণ্ঠে আন্দোলনে নেতৃত্ব দেওয়া, কখনো পুলিশের লাল চোখের সামনা-সামনি, কখনোবা জেলের আলো-আধারীর দেয়াল; গল্পের ফোয়ারা যেন এভাবেই ফুটছিল ঢাকার অদূরে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে। বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের মিলন মেলায় গল্পগুলো এভাবেই প্রাণ পেয়েছিল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সাবেক নেতারা মিলিত হন ঢাকার অদূরে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে। প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মিলন মেলাটি যেন আনন্দ উৎসবে রূপ নেয়। এতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রনেতাদের নিয়ে এ মিলন মেলা শুরু হয় সকালেই। জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবন, ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনে থেকে, টিএসসি থেকে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে ১৪টি গাড়ি পৌঁছে যায়। সকালে নাস্তার পর নানা আয়োজনে মেতে থাকেন সাবেক ছাত্রনেতারা। তাদের গল্প গান আড্ডায় মুখর হয়ে উঠে জিন্দাপার্ক।
ছাত্রলীগের সাবেক নেতাদের মিলনমেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রলীগ নেতাদের এক ছাদের নিচে আনা ও আয়োজনের কাজটি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. হেলাল উদ্দিন, হেমায়েত উদ্দিন, মাসুদ খান, সাজ্জাদ হোসেন, মোঃ তৌফিদুল ইসলাম বুলবুল, আরিফুল ইসলাম বাপ্পি।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা মো. আবু কাওসার, লিয়াকত সিকদার, সাইফুজ্জামান শিখর, রফিকুল ইসলাম কোতোয়াল, মাজহার আনাম, কোহেলী কুদ্দুস, জাকির হোসেন মারুফ, ইসহাক মিয়া, সগীর আহম্মেদ, আরিফুজ্জামান টুটুল, দেলোয়ার হোসেন ফারুক, সাগর আহম্মেদ শাহীন, হাসিবুর রহমান মানিক, জাকির হোসেন মারুফ, সালাউদ্দিন মাহমুদ, নুরুজ্জামান জুন্নু, রাজেব হোসেন, সোহেল তালহা, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম শরিফ, জাহান আলী, মানিক, সোহাগ প্রমুখ।
এমএসআই/এসকেডি