দু-তিন দিনের মধ্যে পুনরায় বাদশার করোনা পরীক্ষা

করোনাভাইরাসে আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
বুধবার (২১ এপ্রিল) তার সঙ্গে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করে পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান এ কথা জানিয়েছেন।
তিনি জানান, বাদশার স্বাস্থ্যগত সকল প্যারামিটার স্বাভাবিক হয়ে আসছে। আগামী দু-তিন দিনের মধ্যে পুনরায় বাদশার করোনা পরীক্ষা করা হবে। তার ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
এসময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য তাপস কুমার রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল সকালে বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। গতকাল ১৪ এপ্রিল করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। গত ১৫ এপ্রিল তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
এইউএব/আরএইচ