দলীয় লেজুড়বৃত্তির ভয়ংকর উদাহরণ বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও কার্যকর ছাত্র সংসদ দাবি করেছে যুব বাঙালি। তারা বলছেন, দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটানোর রাজনৈতিক কর্মকাণ্ড কতটা ভয়ঙ্কর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তার উপযুক্ত উদাহরণ।
সোমবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার এ মন্তব্য করেন।
সংগঠনটির নেতারা বলেছেন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে বুয়েট শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সব গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা।
নেতৃবৃন্দ বলেন, দলীয় লেজুড়বৃত্তি ও বাঙালিত্বকে পাশ কাটিয়ে ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির কারণে বুয়েট কর্তৃপক্ষের যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, তা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিপথগামী করে তুলতে পারে বলে আশঙ্কা করছি। বুয়েটসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের সহাবস্থান, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক মনস্ক রাজনীতি নিশ্চিত না হলে বাঙালিত্বের প্রতি শিক্ষার্থীদের যে আবেগ তা উগ্র কর্মকাণ্ডের দিকে ধাবিত করতে পারে।
অবিলম্বে বুয়েটসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দ্বৈতনীতি বাতিল করে বাংলা ও বাঙালিত্বের বিকাশের পথকে প্রশস্ত করতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দলীয় লেজুড়বৃত্তি বন্ধের রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তারা।
এএইচআর/এমজে