ধানের মণ ১৫শ টাকা নির্ধারণের দাবি ন্যাপের

কৃষকের স্বার্থ রক্ষায় বোরো ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ।
একসঙ্গে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি কমপক্ষে ৭০ লাখ টন ধান ক্রয় করতে সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ দুই নেতা।
সোমবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা এ দাবি জানান।
ধানের উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করলে ধানের মূল্য মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা। দলটির এই দুই নেতা বলেন, গত বছরও সরকার ধানের দাম ১০৪০ টাকা মণ নির্ধারণ করেছিল, কিন্তু তখনও খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ধান বিক্রি হয়। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। অন্যদিকে সরকার ধান কম ক্রয় করে আর চাল বেশি ক্রয় করে, যার ফলে চাতাল মালিকরা লাভবান হলেও কৃষক লাভবান হতে পারে না।
এদিকে চলতি বোরো মৌসুমে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার টন চাল (আতপ ও সিদ্ধ)।
এএইচআর/জেডএস