টিকার জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন ড. কামালের

করোনাভাইরাসের টিকার জন্য সরকারকে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধেরও প্রতিবাদ জানান তিনি। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, শুধু সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করা কি সঠিক হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে টিকা নেই, অক্সিজেন নেই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থাপনা নেই। বাংলাদেশের মতো জনবহুল দেশে এটা কত বড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি।
করোনার টিকার প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে গণফোরামের সভাপতি বলেন, করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এই পরিস্থিতিতে এ সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
করোনার সংক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে ড. কামাল বলেন, দ্রুত করোনার টিকা সংগ্রহ ও পুরোদমে টিকা কার্যক্রম চালুর করতে হবে।
এএইচআর/ওএফ