‘ভোগ নয়, ত্যাগের মাধ্যমেই ইসলামের বিজয় অর্জিত হয়েছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আমাদের বিলাসিতা, অলসতা, পার্থিব প্রাচুর্যের অহংকার পরিহার করতে হবে। কেননা, ভোগ কখনো কল্যাণ বয়ে আনে না, ত্যাগের মাধ্যমেই যুগে যুগে বিজয় অর্জিত হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, ইসলামী বিপ্লবের স্বপ্নচারীদেরকে বিচক্ষণ হতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যার কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। রাসূলের সুন্নাহকে লাইফস্টাইল হিসেবে বরণ করার মধ্যেই রয়েছে দ্বীন বিজয়ের হাতছানি। পরোপকার, দানশীলতা, নেতৃত্বগুণ এবং সচ্চরিত্রের মাধ্যমে সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।
আরও পড়ুন
তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। সময়ের চাহিদা উপলব্ধি করে কর্মসূচি নির্ধারণ করা একটি সাংগঠনিক বিচক্ষণতা। অপ্রয়োজনীয় কাজের ভিড়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রমুখ।
এমএসএ
