দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জামায়াতের

ঘূর্ণিঝড় রেমালে নিহতদের প্রতি শোক প্রকাশ করে ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রচণ্ডতা ও জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণাঞ্চলের ১৯ জেলায় এ পর্যন্ত ১৬ জন মানুষ নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৭ লাখ ৫৮ হাজার। সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় এক লাখ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর। প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, একমাত্র বাগেরহাট জেলায় মাছের ২২ হাজার ঘের পানিতে তলিয়ে গেছে। ১৫ হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে লাখ লাখ মানুষ। সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। গাছপালা উপড়ে পড়েছে। অসংখ্য জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। বিপুল পরিমাণ হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগল পানিতে ভেসে গেছে।
দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা। দুর্গত মানুষের জন্য চাল-ডাল, চিড়া, মুড়ি, বিস্কুট, কাপড়, ওষুধসহ চিকিৎসার জন্য মেডিকেল টিম, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, হাঁড়ি-পাতিল, গৃহনির্মাণ সামগ্রীসহ নগদ টাকা পাঠানো উচিত।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
জেইউ/এমজে