চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বুধবার(১০ জুলাই) থানার এক্সেস রোড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাকলিয়া থানা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম শহরের প্রায় ৭০ লাখ জনসংখ্যা। আমরা যদি প্রত্যেকে একটা করে গাছ লাগাই তাহলে এ শহরে সবুজে ভরে উঠবে। আমরা বৃক্ষ বেশি নিধন করছি এবং রোপণ কম করছি। ছাত্রলীগ এবং সিটি করপোরেশন বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। আমরা নগরের প্রতিটি খালি জায়গায় বৃক্ষ রোপণ করব। শুধু বৃক্ষ রোপণ করলে হবে না, নিজের মতো করে পরিচর্যাও করতে হবে।
সভাপতির বক্তব্যে বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৃক্ষ আমাদের প্রাণ। বৃক্ষের কারণে আজকের সুন্দর পৃথিবী। প্রধানমন্ত্রী ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাকলিয়ায় প্রতিটি খালি জায়গায় আমরা বৃক্ষ রোপণ করব।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এতে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. ইছহাক, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল মোনাফ এবং দিলওয়ারা জাহান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মারুফ ইসলাম।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে এক্সেস রোড চত্বরে ঔষধি চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়।
এমআর/এসকেডি