আয় বেড়েছে জাতীয় পার্টির

আয় বেড়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। আয় বাড়ার পাশাপাশি ব্যয় কমেছে দলটির।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন।
রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা, ব্যয় হয়েছে ১ কোটি ১৩ হাজার ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ হাজার ৬১ হাজার ৩০৬ টাকা।
২০২২ সালে দলটির আয় হয়েছিল ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ২০২১ সালে আয় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।
এসআর/এনএফ