উত্তরায় লাঠি হাতে ক্ষমতাসীনদের মিছিল, পুলিশের সঙ্গে সহাবস্থান

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্লোগানে মুখর একটি মিছিল নিয়ে তারা বিএনএস সেন্টারের সামনে আসেন। পরে তারা পুলিশের সঙ্গে একই জায়গায় অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, তাদের হাতে রয়েছে লাঠিসোঁটা। তারা স্লোগান দিচ্ছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ‘হইহই রইরই, জামায়াত-শিবির গেলি কই’ ইত্যাদি।
আরও পড়ুন

এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে পাঁচটি গাড়িতে বিজিবি সদস্যরা টহলে আসেন। তারা কিছু সময় থেকে হাউজ বিল্ডিংয়ের দিকে চলে যান। এ ছাড়া সকাল ৮টা থেকে বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত পাশের সড়কে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারী কাউকে সড়কে বা মার্কেটের সামনে দেখা যায়নি।
শুক্রবার (২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
এমএইচএন/আরএইচটি/এসএসএইচ