এমন একজনের নাম প্রস্তাব করা হবে যাকে সবাই মেনে নেবে

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা হবে যাকে সবাই মোটামুটি মেনে নেবে। অধিকাংশ মানুষ মেনে নেবে এমন একজনকে প্রস্তাব করা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে এই সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।
সোমবার (৫ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
ফজলুল করিম বলেন, রাষ্ট্রপতি বলেছেন- তাকে মুক্তি দেওয়া হলো। যারা এই সরকারের (শেখ হাসিনা) দমন নিপীড়ন ও গ্রেপ্তার হয়েছে তাদেরকে ১ জুলাই থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এএইচআর/এমএ