স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল-ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে শহরের ট্রাংক রোড থেকে মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ, মডেল থানা প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন।
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
আরও পড়ুন
এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
এর আগে সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তারেক চৌধুরী/এমএসএ