ভ্যাকসিন কারা পাবেন ‘সুনির্দিষ্ট রোড ম্যাপ’ চান মির্জা ফখরুল

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে মিডিয়ায় প্রকাশের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান ডা. জাহিদকে সদস্য সচিব এবং চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়াকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। তারা ভ্যাকসিনের যাবতীয় তথ্য সংগ্রহ করবেন।
মির্জা ফখরুল বলেন, ভ্যাকসিন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর পাচ্ছি। কিন্তু এই নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পায়নি। পত্রিকার খবরে দেখালাম স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন - ভারতের মাধ্যমে ভ্যাকসিন কিনবেন। আমরা মনে করি ভ্যাকসিন সংগ্রহ, ক্রয়, বিতরণ এবং কারা পাবে তার সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করা উচিত।
আজ (রোববার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খবরে দেখলাম বাংলাদেশ বেক্সিমকোর মাধ্যমে ভারতের একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল থেকে অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন সংগ্রহ করবে। যেটা ভারতে তৈরি হবে। এর জন্য আজকালের মধ্যে সরকার বেক্সিমকোর মাধ্যমে ৬শত কোটি টাকা দেবে। তারা ৬ মাসে তিন কোটি ভ্যাকসিন দেবে। অর্থাৎ প্রতিমাসে ৫০ লাখ করে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য ছয়'শ কোটি টাকার বেশি ব্যাংকে জমা দেবে বাংলাদেশ। বিনিময়ে সেরাম ইনস্টিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেওয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী তারা যদি জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশ অগ্রিম এই টাকা ফেরত নেবে।
ইসির পদত্যাগ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি
নির্বাচন কমিশন (ইসি) এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই সংবাদ সম্মেলনেই কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি বিএনপির উদ্যোগে থানায় থানায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। আর সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ ইসির পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সারাদেশে পৌরসভা এবং মহানগরগুলোতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, গতকাল আমাদের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়।
মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে সরকার বলেছিল ১০ টাকা করে মানুষকে চাল খাওয়াবে আর বিনা-মূল্যে কৃষককে সার দেবে। পত্রিকায় খবরে বলা হচ্ছে, ১০ টাকা ধরে চাল বিতরণ করা কার্ডের ৬০ লাখের বেশি ভুয়া। এরা সরকারের মদদপুষ্ট লোক। তারা ১০ টাকা ধরে চাল কিনে ৭০ টাকা করে বিক্রি করছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ার বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি আশা করি, নব-নির্বাচিত কমিটি স্বাধীন গণমাধ্যমের জন্য কাজ করবে। তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশে সক্রিয় ভূমিকা পালন করবে।
এএইচআর/এনএফ