আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না : আমিনুল হক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ-লুণ্ঠনকারী-গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে। এই অর্জন আমরা ব্যর্থ হতে দিতে পারি না, রক্ষা করতে হবে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীতে স্থানীয় বাড়ি মালিক সমিতির উদ্যোগে মাদক-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক র্যালি পূর্ব এক সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজ অবস্থান নিয়েছি। যাতে আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথা চাড়া দিতে না পারে। তাদের প্রেতাত্মারা যাতে বাংলাদেশে আবার সন্ত্রাস-নৈরাজ্য তৈরি করতে না পারে।
আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের ঠাঁই হবেও না বলে মন্তব্য করে সাবেক এই ফুটবলার বলেন, এজন্য আমাদের দলের সব স্তরের নেতাকর্মী ও সর্বসাধারণকে সতর্ক থাকতে হবে।
এএইচআর/এসএসএইচ