অসুস্থ রিজভীকে দেখতে গেলেন মির্জা আব্বাস

শারীরিকভাবে অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১৬ মে) বিকেলে শ্যামলীর আদাবরে রিজভীর বাসায় তার খোঁজ নিতে যান মির্জা আব্বাস।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন জানান, দীর্ঘ প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে আদাবরের নিজ বাসভবনে থাকা রুহুল কবির রিজভীর খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়ে দেখা করেছেন মির্জা আব্বাস। রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।
এর আগে ঈদ-উল-ফিতরের দিন রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসভবনে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এএইচআর/আরএইচ