রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক : জিএম কাদের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২১, ০১:৫২ এএম


রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক : জিএম কাদের

রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, মন্ত্রণালয়ের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। 

অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।

সোমবার (১৭ মে) রাতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। 

দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানান জিএম কাদের। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এএইচআর/ওএফ

টাইমলাইন

Link copied