সাতদিন ‘গণতন্ত্র অভিযাত্রা’ করবে সিপিবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি) ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ করবে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জান-মালের নিরাপত্তা দেওয়া, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধ এবং জাতীয় সংসদের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবি মেনে নেওয়াসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
সোমবার (২০ জানুয়ারি) সিপিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে আরো বলা হয়, ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পালনকালে সিপিবির কেন্দ্রীয় নেতারা সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া ও নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানাবেন তারা।
ঢাকার কর্মসূচি: গণতন্ত্র অভিযাত্রার প্রথম দিন মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা এই পদযাত্রায় অংশ নেবেন।
জেডএস
