‘এনজিও সেল’ গঠন করলো নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এনজিও সেল গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় নাগরিক কমিটির দপ্তর সেলের পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এস এম সুজাকে সেল সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যরা হলেন, সৈয়দ হাসান ইমতিয়াজ, মোশফিকুর রহমান জোহান, ফারিহা সুলতানা অমি, অঞ্জলী সরেন ও তুহিন মাহমুদ প্রমুখ।
এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেল গঠন করা হয়েছে। এতে আলাউদ্দিন মোহাম্মদ সম্পাদক করা হয়েছে। সদস্যরা হলেন, এস এম সুজা, মনিরা শারমিন, তাসনিম জারা, মাহবুব আলম মাহির, রাফে সালমান রিফাত, মোহাম্মদ মিরাজ মিয়া ও সালেহ উদ্দিন সিফাত।
এমএসআই/এসএম