জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না

দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না বলে মনে করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ আবারও গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের ভুলে গেলে চলবে না, পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের বিদেশি প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশে সাম্প্রদায়িক উসকানি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, বিভিন্ন অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল।
আরও পড়ুন
দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত থাকা দরকার। প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য দাবি।
তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজেদের সীমাবদ্ধতাগুলো উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন।
প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট অপশক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে মহাসচিব বলনে, টাকার অবমূল্যায়ন কমিয়ে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনুন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক এএসএম খুরশিদ আলম, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক আহমদ আসলাম প্রমুখ।
এএইচআর/এমজে