সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না

বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমির মু. আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, কর্মপরিষদ সদস্য সাইফুল আলম, মো. নুরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন
সেলিম উদ্দিন বলেন, পিলখানার তথাকথিত বিদ্রোহের ঘটনা ছিল বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী এবং তাদের তাবেদারদের গভীর ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত করার জন্যই সেদিন ৫৭ জন চৌকস, মেধাবী ও দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে দেশ ও জাতিকে কলঙ্কিত করেছিল। কোনও যুদ্ধেও এতো সংখ্যক সেনা কর্মকর্তার প্রাণহানির রেকর্ড নেই।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। এ দেশে আর কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাট মেনে নেওয়া হবে না। এজন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে হবে। সে নির্বাচনকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা দরকার। মূলত, এজন্যই অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকারের নির্বাচন হওয়া জরুরি।
সেলিম উদ্দিন আরও বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেনা হত্যার ঘটনা ঘটানো হয়েছিল। ফাঁসিয়ে দেওয়া হয়েছিল অসংখ্য নিরপরাধ বিডিআর জওয়ানকে। অবিলম্বে তাদের জামিনে মুক্তি দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জাতি কোনোভাবেই দায়মুক্ত হবে না।
ওএফএ/এমজে