বিদেশি প্রভুদের সহায়তায় একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার (৩ মার্চ) রাজধানীর বনানী ডিআইটি মাঠে বানানী থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে।
আরও পড়ুন
দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন আমিনুল হক।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের কোনো ভাইয়ের লোক না হয়ে দলের লোক হতে হবে। কারণ যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনো অন্যায় করা চলবে না, দলে অপরাধীদের আশ্রয় নেই।
বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক প্রমুখ।
এএচইআর/এআইএস