এনসিপির পক্ষ থেকে মিরপুরে রমজানের শুভেচ্ছা উপহার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) মিরপুরের মাজার রোডে চল্লিশ পরিবারের কাছে রমজানের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
আরও পড়ুন
এনসিপির কেন্দ্রীয় নেতা জায়েদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আমাদেরকে এক হয়ে লড়তে হবে। মিরপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। দল গঠনের পর ইশতেহার দেওয়া হয়েছে। আপনাদের কাছে দলের বার্তা নিয়ে হাজির হয়েছি। মিরপুরের সন্তান হিসেবে আমার চাওয়া মিরপুর যেন এনসিপির শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এজন্য মাঠ পর্যায়ে কাজ করতে হবে। জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। দলের জন্য দোয়া করবেন। আজকে রমজান উপলক্ষে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি।
এমএইচডি/এআইএস