‘মানুষ যেকোন কিছুর বিনিময়ে অপশাসন থেকে মুক্তি চায়’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, উন্নয়নের নামে লুটপাট করে জাতিকে একটি অন্ধকার ভবিষ্যতের পথে নিয়ে এসেছে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলকারী এ সরকার। দেশের মানুষ এখন যেকোন কিছুর বিনিময়ে এ অপশাসন থেকে মুক্তি চায়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এ মন্তব্য করেন মান্না।
তিনি বলেন, এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের পদত্যাগসহ অন্যান্য দাবিতে আগামীদিনের আন্দোলনে জনগণের পাশে থাকবে নাগরিক ঐক্য।
আগামী ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস পালন করবে নাগরিক ঐক্য। এ লক্ষ্যে সভায় একটি কমিটি গঠন করেছে দলটি।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কবীর হাসান এ তথ্য জানান।
গঠিত কমিটির সদস্যরা হলেন, দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব মুকুল, জাহেদ উর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনিসুর রহমান খসরু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহবুব সুমন, ঢাকা উত্তরের সদস্য সচিব রাজ্জাক সজিব ও দক্ষিণের সদস্য সচিব আতিকুল ইসলাম।
এছাড়া 'কর্ম চাই, বেকারত্ব থেকে মুক্তি চাই' দাবি নিয়ে শীঘ্রই নাগরিক যুব ঐক্য কর্মসূচিতে যাবে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে।
দেশের মানুষের অধিকার আদায়ের দাবি-দাওয়া নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নাগরিক ঐক্য।
এএইচআর/এসআরএস