দেশে ধনী-গরিবের বৈষম্য দিনদিন আরো বাড়ছে : অধ্যাপক আহমেদ জামাল

বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্যের পরিমাণ অনেক বেশি। যা দিনদিন আরো বাড়ছে। এমন অবস্থায় ধনী-গরিবের বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার।
শনিবার (৮ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক আহমেদ জামাল বলেন, মেহনতি মানুষের প্রতি সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। এই গণ-ইফতার কার্যক্রম রাষ্ট্রের উদ্যোগে হওয়ার কথা ছিল। অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্যের পরিমাণ অনেক বেশি। এই বৈষম্য দূর করতে উপযুক্ত কর্মসূচি হাতে নিতে হবে।
অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনতার অধিকার পার্টির (পিআরপির) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, আমরা আশা করি সামনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। গণ-ইফতার রাজনৈতিক দলগুলোর জন্য অনুকরণীয়।
সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন বলেন, রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে হবে। আমরা জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার নিয়ে কাজ করছি।
অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেলসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/জেডএস