মামলা দিয়ে আ. লীগ অনেক পরিবারকে শেষ করে দিয়েছে : চসিক মেয়র

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ মামলা দিয়ে অনেক পরিবারকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দেশে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে আবারো পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এমন কাজ হতে দেওয়া যাবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২২ মার্চ) নগরীর ষোলশহর এলজিইডি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের উদ্যোগে জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
এসময় তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরাম, ফজলে রাব্বি, তানভীর সিদ্দিকী সহ ৮ জন নিহত ও ৩১ জন আহতদের পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান করেন।
ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে কী কাজ করেছে, সেটা আমরা যারা ভুক্তভোগী তারা জানি। আমাদের অনেকে জেল কেটেছে। বাচ্চার খরচ চালাতে পারেনি, পরিবারকে সময় দিতে পারেনি। অনেক পরিবার কষ্টে দিনাতিপাত করেছে, তাদের টাকা থাকতো না। কারণ, টাকা যে ইনকাম করবে সেই সময় তো তারা পায়নি। পাবেই বা কোথা থেকে, জেল জুলুম আর সকাল থেকে বিকেল পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতেই সময় শেষ। আর কোথা থেকে ব্যবসা-বাণিজ্য বা চাকরি করবে?
তিনি বলেন, মামলার কারণে ওই সময় মানুষ খুব অসহায় ছিল। মামলাগুলো টার্গেট করে সমস্ত ছেলেদের শেষ করে দিয়েছে। তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে করতে পরিবারগুলো শেষ হয়ে গেছে। তাদের জন্য ওই দিনগুলো অনেক কষ্টের ছিল। আওয়ামী লীগ যে কাজ করেছে, তার মধ্যে শুধু মামলার হিসেব করলেই অনেক পরিবার তিলে তিলে শেষ হয়ে গেছে।
অ্যাসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ ও আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান নুরুল করিম।
এমআর/এমএসএ