রাজনৈতিক দল প্রতিষ্ঠা, ফের দলের নাম পরিবর্তনের কারণ জানালেন রফিকুল আমীন

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার-জুলুম নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।
বুধবার (১৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমজনগণ পার্টি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ রফিকুল আমীন বলেন, দেশের মধ্যে অবিচার-জুলুমের শিকার যারা তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এ বিষয়গুলো আমরা নির্মূল করতে চাই। ঢাকার জেলে এরকম অসংখ্য মজলুম আছেন যারা বিনা অপরাধে জেল খেটে যাচ্ছেন। তাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি নিজে সাক্ষী এরকম অসংখ্য মানুষের। তাদের কাছে আমি কথা দিয়ে এসেছি, আমি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করব, যার মাধ্যমে এসব মজলুম মানুষের কথা উঠে আসবে, এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারব। আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারব, ঢাকার জেলে অসংখ্য মানুষ বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে।
আরও পড়ুন
প্রতিষ্ঠার পর দলের নাম পরিবর্তনের কারণ জানিয়ে তিনি বলেন, আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি। পরের যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ