কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, প্রশ্ন সারজিসের

ডিএমপির পুলিশরূপী চাঁদাবাজ, ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) রাতে ডিএমপি কমিশনারকে উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট করে এ প্রশ্ন তোলেন।
তিনি পোস্টে লেখেন, ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা। কিন্তু এই ডিএমপির পুলিশরূপী কিছু ছ্যাঁচড়া চাঁদাবাজ এখনো যে দেদারসে ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে।
আরও পড়ুন
DMP কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা। কিন্তু এই ডিএমপির...
Posted by Md Sarjis Alam on Wednesday, May 21, 2025
আরও লেখেন, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করতে যাচ্ছে, গ্রেপ্তার না হতে চাইলে টাকা চাচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে; এসব কালপ্রিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন। এবার ধরলে কিন্তু ছাড় নাই।
এমএসআই/এআইএস