ড. ইউনূসের অধীনে ভালো নির্বাচন হবে, এটা বিশ্বাস করা কঠিন : দুদু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ভালো নির্বাচন হবে, এটা আমাদের পক্ষে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপিসহ গণতন্ত্রকামি দলগুলো ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন চেয়েছে একটি মাত্র কারণে, তা হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জন্যে। এটা ছিল গত ১৫ বছরের লড়াই, সেই লড়াইয়ের পরে শেখ হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন মানে স্বৈরতন্ত্রের পতন, হাসিনার পতন মানে ফ্যাসিবাদের পতন হয়ে, গণতন্ত্র বিজয় লাভ করেছে। এখন সে গণতন্ত্র উত্তরণের দরকার, উত্তরণ মনে নির্বাচন।
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে, ডেমোক্রেসির জন্য না। আপনি গণতন্ত্র বোঝেন না,এটা আমরা বুঝি। আপনি যদি ওই তিনজন উপদেষ্টাকে বহিষ্কার না করেন, তাহলে আমরা ধরে নেব, আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। আপনার অধীনে ভালো একটি নির্বাচন হবে, এটা বিশ্বাস করা আমাদের জন্য কঠিন।
তিনি বলেন, নির্বাচন খুব জরুরি, দেশে গণতন্ত্রের জন্য, এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সন্দেহ দূর করেন। জাতীয় ঐক্য সৃষ্টি করেন, তা না করলে দেশের যে পরিস্থিতি হবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলে মানুষী আপনার দ্বারা মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি।
বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাড আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ওএফএ/এআইএস