তিন দেশের দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (৩১ মে) দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডারস্টম, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।
আরও পড়ুন
এনসিপির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
এমএসআই/এমএসএ