ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার উন্নতি

আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ বিএনপি নেতা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন মওদুদ আহমদকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।
মওদুদকে দেখে এসে ডা. জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, মওদুদ আহমদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে ভালো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ ২টা ২০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে মওদুদ আহমদকে দেখতে যান মির্জা ফখরুল ও ডা. জাহিদ হোসেন। তারা ডাক্তারের কাছ থেকে তার (মওদুদ আহমদ) চিকিৎসা বিষয়ক সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন।
তিনি আরও জানান, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় মওদুদ আহমদকে। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ এসেছে।
এদিকে, মঙ্গলবার (৫ জানুয়ারি) জানা গেছে, মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে পর্যালোচনা করে অবস্থার অবনতির কথা জানায়।
এএইচআর/এফআর