মোস্তফা মোহসীন মন্টু গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন

প্রবীণ রাজনীতিবিদ, গণফোরামের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি।
রোববার (১৫ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গণফোরামের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক বার্তায় এনসিপি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
শোকবার্তায় বলা হয়, মোস্তফা মোহসীন মন্টু বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন। গণঅভ্যুত্থান-উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণ অভিমুখী রাজনীতিতে আমরা তার শূন্যতা অনুভব করব।
আরও পড়ুন
অন্যদিকে রোববার সন্ধ্যায় ঢাকার কাটাবন মনোয়ারা মসজিদে অনুষ্ঠিত মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজায় অংশগ্রহণ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা মহানগরের সংগঠক সর্দার আমীরুল ইসলাম।
এমএসআই/এসএসএইচ