মোস্তফা মোহসীন রাজনৈতিক নেতাদের কাছে আদর্শ : এম এ আউয়াল

প্রবীণ রাজনীতিক মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।
সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক রাজনীতিক। একজন বীর মুক্তিযোদ্ধা যিনি জীবনের সব পর্যায়ে স্বদেশ গঠনে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা রেখেছেন।
এম এ আউয়াল বলেন, ‘আমার সৌভাগ্য তার সঙ্গে রাজনীতি করেছি, রাজনৈতিক জোট করেছি। তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মূর্ত প্রতীক, যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বারবার নিজেকে প্রমাণ করেছেন।’
মোস্তফা মোহসীন মন্টু তিনি আগামী দিনের রাজনৈতিক নেতাদের কাছে একজন আদর্শ, যার দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ দেশ গঠন করা সম্ভব হবে।
এএইচআর/এমএ