তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বলে উঠছে?

যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ ইরান। এরপরই মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবানল জ্বলে উঠছে?’
এরপর জামায়াত আমির বলেন, ‘এতে কার লাভ কার ক্ষতি। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে, হয়তো মূল্য পরিশোধ হবে অনেক বিশাল।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এর কোন বিকল্প নেই। ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না।’
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২৩ জুন) মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।
সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতি তেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।
এনএইচ
