কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবি

কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবিতে সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার (৪ জুলাই) বায়তুল মোকাররমের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দীন, সদস্যসচিব মো. আরিফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনকে সাহায্য করা দেশ ইরানের ওপর কিছুদিন আগেই হামলা চালিয়েছে ইজরায়েল। যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধবিরতির সিদ্ধান্তে এলেও ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে ইজরায়েল। ঈদের মতো দিনও এই দেশে হত্যাকাণ্ড চালানো বন্ধ হয়নি। ফিলিস্তিনের মতো আরাকান, কাশ্মীরেও মুসলমানদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। এখন সময়, মুসলিম বিশ্বকে এক হয়ে এই আক্রমণকে রুখে দেওয়ার। পাশাপাশি বাংলাদেশকেও ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার জন্য এগিয়ে আসা।
আরও পড়ুন
জাতিসংঘের বিলুপ্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, মানুষ ও মানবতাকে যদি জাতিসংঘ রক্ষা করতে না পারে, তাহলে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের দরকার নেই। আমেরিকা নিজ স্বার্থে যুদ্ধকে প্রলম্বিত করছে। ফিলিস্তিনে স্বাধীনতা না অর্জন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ওএফএ/এমএন