জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গঠনে কাজ করবে জামায়াত : বুলবুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সবার ঊর্ধ্বে থেকে দেশ গঠনে কাজ করবে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-৭ নির্বাচনী এলাকার চকবাজারে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল, স্বাধীনতার পর আজ পর্যন্ত জামায়াতের কোনো নেতা দেশ ছেড়ে পালায়নি, কারণ এ দলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি নেই। সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও দুর্নীতিমুক্ত ছিলেন। ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যহীন, মানবিক, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে- যে রাষ্ট্রকে বিশ্ব অনুসরণ করবে।
আরও পড়ুন
জামায়াতের এই নেতা বলেন, আমরা আমরা প্রতিবেশী কোনো রাষ্ট্রের করদ রাজ্য হতে চাই না। স্বাধীনতার পরবর্তী সরকারগুলো জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি আধিপত্য মেনে ক্ষমতা টিকিয়ে রেখেছে। ৫ আগস্ট ছাত্র-জনতা ফ্যাসিবাদের কবর রচনা করেছে। এদেশে আর ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না।
তিনি বলেন, জামায়াত ‘জুলাইয়ের চেতনা’ বাস্তবায়নে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। ৫ আগস্টের পর থেকে আমরা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছি।
বুলবুল বলেন, জামায়াতের ৭ দফা কোনো দলের একক দাবি নয়, এটি জনগণের দাবি। এতে রয়েছে- গত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
তিনি বলেন, এক কোটি ১০ লাখ প্রবাসীর ভোটাধিকার আদায়ে কোনো আপোস হবে না। ৭ দফা দাবিতে দেশবাসীকে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
পরে ঢাকা মহানগরীর আমির নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ঢাকা-৬ আসনের সদরঘাট এলাকায় জাতীয় সমাবেশের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন; ঢাকা-৬ আসনে প্রার্থী ড. আব্দুল মান্নান এবং ঢাকা-৭ আসনে প্রার্থী হাজী এনায়েত উল্লাহ।
জেইউ/এমএসএ