বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার ওপর এনসিপি কর্মীর হামলার প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ জুলাই) সংগঠনটির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি গত ২০ জুলাই জুলাই পদযাত্রা বাস্তবায়নের লক্ষ্যে ২৪ এর গণঅভ্যুত্থানের নায়ক এবং এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমনে জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতারাও উপস্থিত হন।

‘অনুষ্ঠানের শেষের দিকে একজন আরব আমিরাত প্রবাসীর স্ত্রী, জুলাইয়ে আন্দোলন চলাকালীন তার স্বামীর আমরণ কারাবরণ নিয়ে নাহিদ ইসলামের সাথে কথা বলতে চাইলে তওসিফ ইমরোজ ওনাকে সাহায্য করতে যান। তিনি স্টেজ থেকে নামার সময় ধাক্কাধাক্কির পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। তখন জাতীয় যুবশক্তির একজন ওনাকে ‘তুই’ সম্বোধন করে কথা বলেন। এ বিষয়ে প্রশ্ন করায় তওসিফ ইমরোজের ওপর এনসিপি এবং যুব উইং যুবশক্তির নেতাকর্মীরা তার ওপর হামলা করেন। যা একেবারেই অযৌক্তিক, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করে তাদের শাস্তির দাবি জানাই। একজনের পরিস্থিতি না বুঝে এভাবে বেধড়ক মারধর এবং হামলা করা কখনো বাঞ্ছনীয় নয় এবং সুষ্ঠু রাজনীতির পরিপন্থি। আমরা সব বিপ্লবী ছাত্রসমাজকে এরকম কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
এমআর/এমএ