আমিরের সুস্থতায় সর্বস্তরের মানুষের দোয়া কামনা জামায়াতের

আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল বুধবার অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।
তিনি আরও বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার জন্য আমরা দেশের সব নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার আহ্বান জানাচ্ছি।
জেইউ/এমজে