ছাত্রদলের সমাবেশে জরুরি চিকিৎসাসেবায় মেডিকেল বুথ-অ্যাম্বুলেন্স

রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য জরুরি চিকিৎসাসেবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ ঘিরে প্রস্তুত রাখা হয়েছে ৫টি মেডিকেল বুথ এবং ৪টি অ্যাম্বুলেন্স।
রোববার (৩ আগস্ট) দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. তৌহিদ রহমান আওয়ালের উদ্যোগে মেডিকেল বুথগুলো স্থাপন করা হয়েছে। এসব বুথে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং প্রশিক্ষিত চিকিৎসক ও কর্মীদের দ্বারা পরিচালিত চিকিৎসা টিম।
আজকের সমাবেশ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা জানান, সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবে, সে কথা মাথায় রেখেই তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে স্বেচ্ছাসেবকরা। মেডিকেল বুথে পর্যাপ্ত পানি, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা হয়েছে।
ছাত্রদলের সমাবেশের স্বাস্থ্যসেবা ইউনিটের একজন সমন্বয়কারী বলেন, আমরা চাই সবাই নিরাপদে ও সুস্থভাবে সমাবেশে অংশগ্রহণ করুক। এজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসএআর/এমএ