জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে খারাপ নজির হবে: সালাহউদ্দিন

জুলাই সনদের ‘সবকিছু সংবিধানের ওপর প্রাধান্য’ পেলে তা ভবিষ্যতের জন্য ‘খারাপ নজির’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুরো জাতির জন্য খারাপ নজির তৈরি করা ঠিক হবে না।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদের ‘প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ’ সাংবিধানিকভাবে বলবৎ হবে বলে এর ‘বৈধতা ও কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না’ ধারাটিকে ‘আপত্তিজনক’ হিসেবেও মনে করেন তিনি।
কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এই সনদ নিয়ে বিএনপির সঙ্গে যখন আলোচনা হবে তখন তারা তাদের আপত্তির জায়গাগুলো উপস্থাপন করবেন বলে জানান তিনি। সূত্র- বিবিসি বাংলা
এমজে
