নির্বাচন কমিশনে রুমিন ফারহানা ‘গুন্ডার’ মতো আচরণ করেছেন

বিএনপি নেত্রী রুমিন ফারহানা নির্বাচন কমিশনে ‘গুন্ডার’ মতো আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন।
তিনি বলেন, রুমিন ফারহানা ‘গুন্ডা’ স্টাইলে হাত নেড়ে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন। এটা ভয়ঙ্কর সংকেত।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন
নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর হামলা এবং ফটিকছড়িতে কিশোর রিহান উদ্দিন মাহিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে গেছে। আমরা বিএনপির শত্রু নই, বন্ধু হতে চাই। তবে সন্ত্রাস ও হামলা বন্ধ না হলে জুলাইয়ের মতো আবার আন্দোলনে নামবো।
ফটিকছড়ি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, নির্দোষ কিশোর মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে। অথচ তারা জনগণের টাকায় চাকরি করেন, সংকট মুহূর্তে নিষ্ক্রিয় থাকেন।
এসময় তিনি অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।
মানববন্ধনে নিহত কিশোর মাহিনের মা খাদিজা আক্তারসহ এনসিপির মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/এমএসএ