নুরের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র : মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে– এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।
আরও পড়ুন
তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে।
হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে– এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।
মামুনুল হক বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে– জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে? আমরা সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছি। অথচ এক বছর পূর্ণ হওয়ার আগেই আগস্ট মাসে আবারও আমাদের নেতাদের রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।
তিনি দাবি করেন, এই হামলার মাধ্যমে দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দেশপ্রেমিক, রাজনৈতিক ও সামাজিক সব পক্ষ এবং সারা দেশের ছাত্রজনতাকে সতর্ক থাকার আহ্বান জানান।
এসএএ/এসএসএইচ