নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে : জাহিদ হোসেন

আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তার দাবি, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দল (বিএনপি) প্রস্তুত আছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৮ মাস পূর্ব থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি অব্যাহত আছে এবং চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সব মানুষের নেতা তারেক রহমান।
জাহিদ হোসেন বলেন, বিএনপি এ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণের অধিকার আদায়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের যেটি, সেটির নেতৃত্ব দেবেন।
এএইচআর/এমজে